‘ট্রাম্পকে শায়েস্তা করতে পরমাণু অস্ত্র বাড়াতে হবে’

image-17235ডোনাল্ড ট্রাম্পকে শায়েস্তা করতে চীনের পরমাণু অস্ত্র বাড়াতে হবে বলে মঙ্গলবার এক সম্পাদকীয়তে জানিয়েছে দেশটির ক্ষমতাসীন দলের পত্রিকা গ্লোবাল টাইমস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈশ্বিক পরমাণু বোমা বর্জনের ঘোষণা দেয়ার মাত্র কয়েক দিন পরেই বেইজিংকে এ পরামর্শ দিয়েছে পত্রিকাটি। সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে বলে ছবি সংবলিত খবর ছড়িয়েছে। গ্লোবাল টাইমস জানায়, ডেংফং-৪১ পরমাণু ক্ষেপণাস্ত্রটি থেকে ১০ থেকে ১২টি টর্পেডো নিক্ষেপ করা সম্ভব। এগুলো ১৪ হাজার কিলোমিটার পর্যন্ত দূরে যেতেও সক্ষম।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kgstRn

January 25, 2017 at 08:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top