পুরুষদের মৌখিক তালাক প্রথার বিপক্ষে মত মিশরের প্রেসিডেন্টের

544মিশরে বিবাহ বিচ্ছেদের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।
মুসলিম ধর্মাবলম্বী পুরুষরা সাধারণত মৌখিকভাবেই স্ত্রীকে তালাক দিতে পারেন।
বাংলাদেশে যা ‘তিন তালাক’ প্রথা হিসেবে পরিচিত।
প্রেসিডেন্ট সিসি মিশরে পুরুষদের মৌখিকভাবে তালাকের এই প্রথা নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন এবং সেজন্যে একটি আইন প্রণয়নের প্রস্তাব করেছেন।
২০১৫ সালে মিশরে প্রতি চার মিনিটে একটি করে তালাকের ঘটনা ঘটেছে।
বিয়ের পাঁচ বছরের মধ্যেই সেখানে চল্লিশ শতাংশ বিবাহ বিচ্ছেদ ঘটে।
মি সিসি বলছেন, প্রস্তাবিত আইন দম্পতিদের নিজেদের বিবাদ মিটিয়ে বিচ্ছেদের বিষয়ে মত পরিবর্তনের সুযোগ দেবে।
দেশটির ধর্মীয় নেতারা বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করে নি।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2k13gxe

January 25, 2017 at 08:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top