ওয়েলিংটন, ১৫ জানুয়ারি- নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে পাহাড় সমান রান নিয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে পায় ৫৬ রানের লিড। ৫৬ রানের লিড নিয়ে চতুর্থ দিনের শেষ সেশনে খেলা শুরু করে তামিম-ইমরুল। ইমরুলের ইনজুরি আর ৩ উইকেট হারিয়ে বেশ চাপে টাইগাররা। স্কোর: বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ৬৬/৩। আউট হয়ে ফিরে গেছেন তামিম ইকবাল ২১, মাহমুদউল্লাহ রিয়াদ ৫ ও মেহেদী হাসান মিরাজ ১ রান। আগামীকাল ১২২ রানের লিড নিয়ে পঞ্চম দিন শুরু করবে বাংলাদেশ। ব্যাক্তিগত ১০ রান নিয়ে মাঠে নামবে গত ইনিংসে অর্ধশত তোলা মুমিনুল। এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওপেনার ওয়ানডে স্টাইলে ব্যাটিং শুরু করে। গড়েন ৪৬ রানের জুটি। কিন্তু সে জুটি আর স্থায় হতে পারেনি ইমরুলের ইনজুরিতে। ১২তম ওভারের ৫ বলে রান নিতে গিয়ে গিয়ে পেশীতে চোট পান ইমরুল কায়েস। এরপর আর উঠে দাড়াতে পারেননি তিনি। ব্যক্তিগত ২৪ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ইমরুল। ইমরুলের বিদায়ের পর টিকে থাকতে পারেনি তামিমও। পরের ওভারেই মিচেল স্যান্টনারের বলে বোল্ড হন তামিম। মাঠ ছাড়ার আগে ৪৪ বলে ২৫ রানের ইনিংস খেলেন দেশসেরা এ ওপেনার। দলের বিপর্যয় মুহূর্তে আরো চাপে ফেলে বিদায় নেন মাহমুদউল্লাহ। তার ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। আর শেষ বেলায় নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসলেন মেহেদী হাসান মিরাজ। দুই রান নিতে গিয়ে মিচেল স্যান্টনারের সরাসরি হিটে নন স্ট্রাইকিং প্রান্তে রানআউট হন মিরাজ। তার আউটের মধ্য দিয়ে শেষ হয় চতুর্থ দিনের খেলা। আর/১৭:১৪/১৫ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jM2IYq
January 15, 2017 at 11:16PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন