ইসলামাবাদ, ১৫ জানুয়ারি- অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোটের কারণে আজকের (দ্বিতীয়) ম্যাচে খেলতে পারছে না পাকিস্তানের অধিনায়ক আজহার আলী। অপরদিক প্রথম ম্যাচের আগে ব্যক্তিগত কারণে দেশে ফিরে আসা সহ-অধিনায়ক সফফরাজ আহমেদও দলে নেই। তাই মেলবোর্নে আজ দ্বিতীয় ম্যাচে তাই পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। এবারের অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর শুক্রবার প্রথম ওয়ানডেতেও ৯২ রানের বড় ব্যবধানে হারে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে শেষ ৯ ওয়ানডের সব কটিতেই হেরেছে পাকিস্তান। সব ফরম্যাট মিলিয়ে হেরেছে টানা ১৬ ম্যাচ। অস্ট্রেলিয়ায় স্বাগতিকদের বিপক্ষে পাকিস্তান সর্বশেষ জিতেছিল ২০০৫ সালে, ওয়ানডেতে। অস্ট্রেলিয়ায় দীর্ঘ জয়-খরা কাটাতে তাই মরিয়া পাকিস্তান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কি ভাগ্য ফিরবে সফরকারীদের? আর/১৭:১৪/১৫ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jdg5l4
January 15, 2017 at 11:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top