নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় নতুন ছয়টি কেন্দ্র যোগ হয়েছে। এ বছর বোর্ডের অধীনে পরীক্ষার্থী ও বিদ্যালয়ের সংখ্যা বেড়ে যাওয়ায় কেন্দ্র বাড়ানো হয়েছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ।
আগামী ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হবে। কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম বলেন, এ বছর কুমিল্লা বোর্ডের অধীনে ১ লাখ ৮৩ হাজার ৬৮৪ জন পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছে। এর মধ্যে মেয়ে ১ লাখ ৪১০ জন ও ছেলে ৮৩ হাজার ২৭৪ জন। গত বছর ১ লাখ ৬০ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী ছিল। এবার বোর্ডের ১ হাজার ৬৯৭টি বিদ্যালয়ের জন্য পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২৪১টি।
নতুন ছয়টি পরীক্ষাকেন্দ্র হলো কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ টি এ উচ্চবিদ্যালয় ও কলেজ, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আলহাজ তফাজ্জল ঢালী উচ্চবিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর বহুমুখী উচ্চবিদ্যালয়, ফেনীর সদর উপজেলার ধলিয়া উচ্চবিদ্যালয়, সোনাগাজী বালিকা পাইলট উচ্চবিদ্যালয় ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাছপুর উচ্চবিদ্যালয়।
বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল খালেক বলেন, পরীক্ষার জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
The post কুমিল্লা বোর্ডে নতুন ছয়টি কেন্দ্র appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2kijKlh
January 23, 2017 at 09:26AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন