নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লার আদালতে পরকীয়া প্রেমের সাক্ষীকে হত্যা করার মামলায় আলাউদ্দিন নামে একজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত।
রবিবার বিকালে কুমিল্লার অতিরিক্ত দায়রা ও জেলা জজ ৪র্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলি এ রায় দেন। সাজাপ্রাপ্ত আলাউদ্দিন কুমিল্লার তিতাস উপজেলার তেতুইয়া রামপুর গ্রামের বাসিন্দা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো.মোয়াজ্জেম হোসেন জানান, কুমিল্লার তিতাস উপজেলার তেতুইয়া রামপুর গ্রামের মনির উদ্দিনের স্ত্রী সুরিয়া বেগমের সঙ্গে একই গ্রামের আলাউদ্দিনের পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এনিয়ে গ্রাম্য সালিশে সাক্ষী দেয় একই গ্রামের হাবিবুর রহমান। এর জের ধরে ২০১২ সালের জানুয়ারি মাসে হাবিবুর রহমানকে ধরে নিয়ে মারধর করে মুখে বিষ ঢেলে রাস্তায় ফেলে রাখে আলাউদ্দিন। এঘটনায় ২২জানুয়ারির তিতাস থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই কামাল হোসেন কালাম। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত একমাত্র আসামি আলাউদ্দিনকে যাবজ্জীবন কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো এক বছর কারাদ- প্রদান করেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাইফুর আলম।
The post কুমিল্লায় পরকীয়া প্রেমের সাক্ষীকে হত্যা; একজনের যাবজ্জীবন appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2jnr9vp
January 23, 2017 at 09:34AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন