কলকাতা, ১৮ জানুয়ারি- পশ্চিম বঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাটে মাত্র ৫০ টাকার জন্য আসর থেকে বিয়ে ভেঙ্গে দিয়েছেন বরপক্ষ। সোমবার রাতে এ ঘটনা ঘটে। স্বামী কয়েক বছর আগে নিখোঁজ হওয়ার পর দুই সন্তানকে বহু কষ্টে লেখাপড়া শিখিয়েছিলেন মা। মাধ্যমিক পাস মেয়ের বিয়েও ঠিক করেন। পাত্র আন্দুলপোতার গ্রামের বাসিন্দা। হবু জামাইয়ের চাহিদার শেষ ছিল না। খাট-বিছানা, শো-কেস, আংটি, মেয়ের কানের দুল দিতে হবে। এ ছাড়াও বিয়েতে ৮০ জন বরযাত্রী আসবে বলেছিল পাত্রপক্ষ। আত্মীয়-পরিজন এবং প্রতিবেশিদের পাশে পেয়ে সব ব্যবস্থাই করেছিলেন মেয়ের মা। কিন্তু সব আয়োজনই যে বৃথা। কনের বাড়ির লোকজন জানায়, প্রথা অনুযায়ী মজা করার জন্য পাত্রের দরজা আটকে বাড়ির মেয়ে-বৌরা মাত্র ১০০ টাকা আবদার করেছিল! কিন্তু পাত্রীর বাড়ির মেয়েদের ৫০ টাকা দিতে রাজী ছিল পাত্রপক্ষ। ১০০ টাকা তারা দেবেই না। এই নিয়ে তুলকালাম, ঝগড়া, হাতাহাতি। শেষমেশ রাগ দেখিয়ে বরযাত্রীদের নিয়ে বেরিয়ে যায় পাত্র। এরআগেই অবশ্য পেট পুরে খেয়ে নিয়েছেন বরের বাড়ির লোকজন। ঘটনার পরদিন মঙ্গলবার বসিরহাট থানায় অভিযোগ করেছেন পাত্রী। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ওই তরুণী বলেন, যা হয়েছে ভালই হয়েছে। বিয়ের দিনে যে মানুষটা এমন আচরণ করতে পারে, বিয়ে হয়ে গেলে না জানি আরও কত কি কপালে ছিল।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jx6et8
January 19, 2017 at 04:00AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী07 Oct 20200টিকলকাতা, ৭ অক্টোবর- কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের ঘোষণা মতোই ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মাও...আরও পড়ুন »
ডেমোক্রেসির বদলে বাংলায় মমতাক্রেসি চলছে06 Oct 20200টিকলকাতা, ৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্লাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...আরও পড়ুন »
বিজেপি নেতা মণীশ খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ06 Oct 20200টিকলকাতা, ০৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও উত্তপ্ত পরিস্থিতি ব...আরও পড়ুন »
বিজেপি নেতা মনীশ শুক্লার মৃত্যু ঘিরে রণক্ষেত্র বারাকপুর05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় সোমবার সকাল থেক...আরও পড়ুন »
পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে গুলি করে হত্যা05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মণীশ শুক্লা নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.