উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কলকাতাঃ টেট নিয়ে আদালতে মামলার জেরে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। শনিবার টানা কয়েক ঘণ্টা জেরার পর তাঁকে বিধাননগর উত্তর থানার পুলিশ গ্রেফতার করে।
অভিযোগ, চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার অরূপরতন রায় নামে এক টেট পরীক্ষার্থীর কাছ থেকে প্রায় ৭ লক্ষ ২০ হাজার টাকা নিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় তাঁর কাছে টাকা ফেরত চাওয়া হলে হুমকিও দেওয়া হয় অরূপবাবুকে। এই পরিপ্রেক্ষিতে জয়প্রকাশবাবুর নামে থানায় অভিযোগ জানান তিনি।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা। মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন, আমরাও চাইলে গ্রেফতার করতে পারি। এরপরই এমন ঘটনা। এতে পরিস্কার বোঝা যাচ্ছে। পুরোনো মামলা নিয়ে বিজেপি-কে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এর সঙ্গে বিজেপি কোনোভাবেই জড়িত নয়।
পুলিশ সূত্রে খবর, টানা কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরও জয়প্রকাশবাবুর কাছ থেকে কোনো সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। রবিবার জয়প্রকাশবাবুকে আদালতে তোলা হবে।
from Uttarbanga Sambad http://ift.tt/2jjHrbi
January 14, 2017 at 09:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন