নাঙ্গলকোটে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার

তাজুল ইসলাম ● নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের সিজিয়ারা গ্রাম থেকে গত বৃহষ্পতিবার রাতে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত কিশোরীর (১৫) লাশ উদ্ধার করা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঢালুয়া ইউনিয়নের সিজিয়ারা গ্রামে গত ২/৩দিন থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক কিশোরী বিভিন্ন লোকজনের বাড়িতে ঘুরাঘুরি করছিল। সে স্পষ্ঠভাবে কথা বলতে পারে না। গত বৃহষ্পতিবার রাতে সিজিয়ারা গ্রামের পেয়ার আ‏হম্মদের বাড়িতে তার মৃত্যু হয়।

নাঙ্গলকোট থানা পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম বলেন-মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার ডি এন এ নমুনা রাখা হয়েছে। তার পরিচয় উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তার লাশ কুমিল্লা আনজুমান মফিদুল ইসলামে হস্তান্তর করা হবে।

ছবিঃ প্রতিকি

The post নাঙ্গলকোটে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2iPWZnw

January 06, 2017 at 08:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top