“ডাকাতি, ছিনতাই, মাদক, জুয়া এ সমস্ত সামাজিক অপরাধ প্রতিরোধে বাংলাদেশ পুলিশ কখনো আপোষ করবে না। পুলিশ সব সময়ই এ বিষয়ে জিরো টলারেন্সে আছে। পুলিশের একার পক্ষে সমাজের ভেতরে থেকে অপরাধীদের বের করে আনা সম্ভব নয়, যদি জনগণ সহযোগিতা না-করে। অপরাধ দমনে জনগণের সম্পৃক্ততার জন্য বাংলাদেশ পুলিশ কমিউনিটি পুলিশি ব্যবস্থা চালু করেছে। আপনাদের এলাকায় এ ব্যবস্থা আজ থেকে শুরু করুন।”
গতকাল শনিবার সকাল ১১টায় বিশ্বনাথের দিঘলীতে আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভায় বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম পিপিএম এ কথাগুলো বলেন।
গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মহিউদ্দিনের সভাপতিত্বে দৈনিক উত্তরপূর্ব’র বার্তা সম্পাদক তাপস দাশ পুরকায়স্থের বাড়িতে দুর্বৃত্তদের হামলার ঘটনায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তে আইন-শৃঙ্খলা বিষয়ক এ সভার আয়োজন করা হয়।
সভায় লামাকাজী থেকে অংশগ্রহণ করেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রইছ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. শাহনূর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফরোজ বখ্ত, সাবেক মেম্বার মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ছাতক উপজেলার গোবিন্দনগর থেকে সমাজসেবী আব্দুল কাহার, গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল করিম, আব্দুস সামাদ, শিবনগর থেকে সাবেক মেম্বার নূর আলম, সাবেক মেম্বার মো. শুকুর, সৈয়দ আহমদ, রামপুর দিঘলী থেকে হাজী তৈমুছ আলী, খালেদ আহমদ, সাংবাদিক বদর উদ্দিন, এখলাছুর রহমান, কালীদাস পাড়া থেকে অজিত দে শানু ও রঞ্জিত দাম, বিশ্বনাথ উপজেলার সাহেবনগর থেকে কমর উদ্দিন, খলিল মিয়া, ছাদ মিয়া, লায়েছ মিয়া, মান্দাবাজ থেকে আব্দুল খালিক, খোজারপাড়া থেকে ওয়ারিছ আলী, আব্দুল হান্নান, বাপটু দে, দিঘলী থেকে সুধাংশু শেখর দত্ত, কৃপাসিন্ধু চক্রবর্তী, শরদিন্দু চক্রবর্তী, সাবেক মেম্বার মুক্তিযোদ্ধা রণজিৎ ধর, সুনীল কান্তি দে, বর্তমান মেম্বার কাঞ্চন চক্রবর্তী, বিধান দে, হিরেন্দ্র দে, অরবিন্দ পাল, অতুল দেবসহ গ্রামের সকল স্তরের যুবকরা।
সভায় লামাকাজী ইউনিয়নের দায়িত্বে থাকা সাব-ইন্সপেক্টর কল্লোল গোস্বামী কমিউনিটি পুলিশ গঠন সম্পর্কে সকলকে অবহিত করেন। সভা পরিচালনা করেন তাপস দাশ পুরকায়স্থ।
সভায় সিদ্ধান্ত নেয়া হয়- লামাকাজী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে কমিউনিটি পুলিশ গঠন করা হবে এবং আন্তঃজেলা পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য একটি জনসচেতনতামূলক সভাও করা হবে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2jpnWiD
January 08, 2017 at 11:26AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন