মুম্বাই, ০৮ জানুয়ারি- অভিনেতা নয় বরং দাদা মনসুর আলী খান পতৌদির মতো ক্রিকেট খেলোয়াড় হিসেবে সদ্যজাত ছেলে তৈমুরকে দেখতে চান কারিনা কাপুর। বাবা ও মা দুজনই বলিউডের নাম করা তারকা। দাদী শর্মিলা ঠাকুরও খ্যাতিমান অভিনেত্রী। আর নানার পরিবারের সবাই তো অভিনয় শিল্পীই। তাই সাইফ-কারিনার ছেলে তৈমুর আলী খানও যে ঝুঁকবেন অভিনয়ের দিকে-এমনটাই হয়ত ভেবেছিলেন সবাই। তবে কারিনার বাবা রনধীর কাপুর জানালেন ভিন্ন কথা। ইন্ডিয়া টুডে জানায়, কারিনা ও সাইফের সন্তানের নাম নিয়ে যখন বেশ শোরগোল উঠেছিলো তখন কারিনাকে সান্ত্বনা দিতে তার সঙ্গে সময় কাটাতেন কারিনার বাবা রনধীর কাপুর। সে সময় কারিনাকে তিনি বলেছিলেন, কারিশমা ও কারিনার সন্তান বড় হলে তাদের সঙ্গে খেলবেন তিনি। খেলার কথা উঠতেই উচ্ছ্বসিত কারিনা রনধীরকে বলেন, ছেলেকে ত্রিকেটার বানাতে চান তিনি! তৈমুরের দাদা প্রয়াত মনসুর আলী খানকে ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হিসেবেই চেনেন সবাই। কারিনার স্বপ্ন সত্যি হলে হয়তো দাদার মতোই নীল জার্সি গায়ে ২২ গজের সীমানায় ব্যাট হাতে দেখা যাবে এ জুনিয়র নবাবকে!
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2i63CRl
January 08, 2017 at 05:20PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন