সিডনি, ২৭ জানুয়ারি- একেই বলে কারও পৌষ মাস আর কারও সর্বনাশ। হঠাৎ করেই অস্ট্রেলিয়া দলের অধিনায়ক বনে গেলেন ম্যাথু ওয়েড। নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথ ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন। সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকেও বিশ্রাম দেওয়া হয়েছে ভারত সফরের জন্য। তাই অস্ট্রেলিয়ার ২৪তম অধিনায়ক হিসেবে অভিষিক্ত হলেন ম্যাথু ওয়েড। ৩০ জানুয়ারি শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সেখানেই অধিনায়ক হিসেবে অভিষেক হবে ২৯ বছর বয়সী ওয়েডের। এই উইকেটকিপার-ব্যাটসম্যান ৮৭ ওয়ানডেতে ২৬.৭৮ গড়ে ১৪১ রান করেছেন। সেঞ্চুরি ১টি এবং হাফ সেঞ্চুরি করেছেন ১০টি। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে ভিক্টোরিয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘ ৪ বছর ধরে। অন্যদিকে গোড়ালির ইনজুরিতে মাঠের বাইরে থাকা স্টিভেন স্মিথের স্থলাভিষিক্ত হয়েছেন ২১ বছর বয়সী স্যাম হিজলেট। নিউজিল্যান্ডের বিপক্ষে তার অভিষেক হওয়াটা অনেকটাই নিশ্চিত। নিউজিল্যন্ড সফরকালীন স্মিথের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কম। এরপর আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অজিদের ভারত অভিযান। তাই ক্রিকেটারদের নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া। আর/১৭:১৪/২৭ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2k9g6cv
January 28, 2017 at 12:10AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top