সিডনি, ২৭ জানুয়ারি- যেভাবে একের পর এক সেঞ্চুরি হাঁকিয়ে চলছিলেন তাতে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে না উঠলে আইসিসির র্যাংকিং সিস্টেমই প্রশ্নের মুখে পড়ত। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার উইলোবাজ ডি ভিলিয়ার্সকে হটিয়ে শীর্ষস্থানটি দখল করে নিলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। একের পর এক সেঞ্চুরি করে চলছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের পঞ্চম তথা শেষ ওয়ানডেতে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ১৭৯ রান করেন তিনি। সর্বশেষ ১১ ম্যাচে তুলে নিয়েছেন ৫টি সেঞ্চুরি। সেই ইনিংসগুলো একেবারে দেখার মতো : ১৭৯, ১৩০, ৩৫, ১৬, ৭, (টেস্টের দুই ইনিংস ১৩৩ +৫৫), ১৪৪, (টেস্টের দুই ইনিংস ৩২+১২), ১৫৬, ১১৯ ও ১১৯। আসন্ন ভারত সফরের জন্য এই দাপুটে ওয়ার্নারকে আপাতত বিশ্রামে রেখেছে অজিরা। ভারতের মাটিতে তো এমন বিধ্বংসী ওয়ার্নারকেই তারা চায়। ৮৮০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাংকিংয়ের ১ নম্বরে তিনি। দুই নম্বরে থাকা এবি ডি ভিলিয়ার্সের পয়েন্ট ৮৬১। আর ৮৫২ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর/১৭:১৪/২৭ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jbzTbW
January 28, 2017 at 12:21AM
27 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top