মুম্বাই, ১৮ জানুয়ারি- আগে যেমন ছিলেন, এখন আর সেইরকম নেই। বদলে গিয়েছেন কেদার। পেয়েছেন সাফল্য। তাঁর দিকেই এখন তাকিয়ে গোটা ভারত। কটকে কি কথা বলবে কেদারের ব্যাট? একটা শতরানই এখন বদলে দিয়েছে কেদার যাদবকে। প্রচারের সার্চলাইট তাঁর উপরে। প্রথম ওয়ানডে ম্যাচে ৬৫ বলে ঝোড়ো শতরান করেছিলেন কেদার। ভারতের এই নবাগত ব্যাটসম্যানের উপরে বেড়ে গিয়েছে প্রত্যাশা। কটকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কী করবেন কেদার? কেদারের ব্যাট থেকে রানের অপেক্ষায় গোটা দেশ। বিরাট কোহলির দলের এই ছোটোখাটো চেহারার ক্রিকেটার সম্পর্কে এই অজানা তথ্য অনেকেরই জানা নেই। সেই তথ্য ফাঁস করলেন প্রাক্তন জাতীয় নির্বাচক সুরেন্দ্র ভাবে। কী বললেন তিনি? ঘটনা হল, কেদারের পরিবার আমিষ খাবার খায় না। বাবা মহাদেব যাদব মহারাষ্ট্র স্টেট ইলেক্ট্রিসিটি বোর্ডের কর্মী। কেদারও ছেলেবেলা থেকে আমিষ খাবার খেতেন না। সুরেন্দ্র ভাবে বলছেন, আমার জন্যই কেদার এখন মুরগির মাংস খায়। এর জন্য আমারই কৃতিত্ব প্রাপ্য। ভাবেই কেদারের খাদ্যাভাসে পরিবর্তন আনেন। প্রথম ওয়ানডেতেই পাওয়া গিয়েছে কেদারের শক্তির নমুনা। ইনিংস চলাকালীন পায়ে ক্র্যাম্প হয়েছিল এই ছোটোখাটো চেহারার ক্রিকেটারের। তবুও তিনি লড়ে গিয়েছেন। তবে কি মুরগির মাংসই কেদারের শক্তি বাড়িয়েছে? এ নিয়ে অবশ্য বিতর্ক থাকতেই পারে। ভাবে আরও বলেছেন, কেদার এখন স্টার। আমি ওর কোচ, বড় ভাই, মেন্টর ও গাইডের মতো। ২০১০-১১-য় কেদারের ব্যাকলিফ্ট ঠিক ছিল না। আমি সেই ভুল ধরিয়ে দিই। তার পরই ওর খেলায় পরিবর্তন হয়। মুরগির মাংস খাওয়া, ভাবের পরামর্শে বদলে গিয়েছেন কেদার যাদব। আর/১০:১৪/১৮ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iRkrjt
January 19, 2017 at 05:04AM
18 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top