কুবি শিক্ষকের বাসায় মুখোশধারীদের হামলা; ক্লাস বর্জনের ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ● কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষকের বাসায় ভোর রাতে মুখোশধারী কয়েক দুর্বৃত্ত দরজা ভেঙে হামলা চালিয়েছে। এ সময় দুর্বৃত্তরা এক প্রতিবেশীকে কুপিয়ে আহত করেছে। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।

আজ বুধবার রাত সাড়ে ৭টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়  শিক্ষক সমিতির এক জরুরি সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়। সমিতি জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ তারিক হোসেনের বাসায় এ হামলা চালানো হয়।

শিক্ষক সমিতির সভাপতি ড. আবু তাহের জানান, ‘আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষকের বাসায় হামলার প্রতিবাদে কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করলে আগামী রোববার থেকে লাগাতার ক্লাস ও সব পরীক্ষা বর্জন করবে শিক্ষক সমিতি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী কামাল উদ্দিন বলেন, ‘শিক্ষকের বাসায় হামলার ঘটনায় আমরা মর্মাহত। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে পুলিশ প্রশাসনকে অনুরোধ জানিয়েছে।’

ভুক্তভোগী শিক্ষক তারিক হোসেন বলেন, ‘দুর্বৃত্তরা দেয়াল টপকে বাসার ভেতরে প্রবেশ করে। পরে শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে ঢোকে। কেন এবং কারা আমার বাসায় হামলা করল আমি জানি না। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারো শত্রুতা নেই।’ তিনি আরো জানান, আহত বৃদ্ধকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকটি সেলাই লেগেছে।

শিক্ষকরা জানান, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নাজির ভিলার দ্বিতীয় তলায় ভোররাতে তারিক হোসেনের বাসায় দরজা ভেঙে পাঁচ-ছয়জন মুখোশধারী লোক ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে। কক্ষে ঢুকেই প্রথমে বিছানার চাদর দিয়ে তারিক হোসেনের হাত বেঁধে ফেলে দুর্বৃত্তরা। কোনো ধরনের চিৎকার না করার জন্য ভয়ভীতি প্রদর্শন করে হামলাকারীরা।

হামলার ঘটনা টের পেয়ে পাশের ফ্ল্যাট থেকে অর্থনীতি বিভাগের শিক্ষক আশিখা আক্তার ও তাঁর শ্বশুর ছুটে এলে দুর্বৃত্তরা আশিখা আক্তারের শ্বশুরকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। চেঁচামেচিতে দুর্বৃত্তরা সটকে পড়ার সময় ওই শিক্ষকের ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যায়।

পরে সকালে ঘটনাস্থলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টরসহ শিক্ষক সমিতির নেতারা যান। পরে সদর দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে আসে।

এ ব্যাপারে জানার জন্য কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের ব্যক্তিগত মোবাইল নম্বরে কয়েকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।

তবে আজ রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।

The post কুবি শিক্ষকের বাসায় মুখোশধারীদের হামলা; ক্লাস বর্জনের ঘোষণা appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2iRm4gV

January 18, 2017 at 10:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top