ওয়েলিংটন, ১৩ জানুয়ারি- প্রথম দিনের ১৫৪ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ দল। দিনের শুরুতে ব্যাক্তিগত রানের খাতায় কোন রান যুক্ত না করেই ফিরে যান মুমিনুল হক। এতে শঙ্কার কালো মেঘ জমে উঠেছিল বাংলাদেশের সমর্থকদের কপালে। কিন্তু সে শঙ্কা উড়িয়ে দিয়ে দুর্দান্ত রেকর্ডময় ইনিংস খেলেছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুই জনের ৩৫৯ রানের অনবধ্য এ জুটি নিউজিল্যান্ডের বিপক্ষে যে কোন ফরমেটে যে কোন উইকেটে সর্বোচ্চ রান। দ্বিতীয় দিন শেষে ১৩৬ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৪২ রান। আউট হয়ে ফিরে গেছন তামিম ইকবাল (৫৬), ইমরুল কায়েস (১), মুমিনুল হক (৬৪), মাহমুদউল্লাহ রিয়াদ (২৬), মুশফিকুর রহিম (১৫৯), সাকিব আল হাসান (২১৭) ও মেহেদী মিরাজ (০)। ব্যাক্তি গত ১০ রান নিয়ে কাল মাঠে নামবেন সাব্বির। বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, শুভাশিস রায়। নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), জিত রাভাল, টম ল্যাথাম, রস টেলর, হেনরি নিকোলাস, কলিন ডি গ্র্যান্ডহোম, বিজে ওয়াটলিং, মিচেল স্যান্টনার, টিম সাউদি, নিল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iOhuxt
January 13, 2017 at 07:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top