এবার থেকে টাটা সন্সের ভার টিসিএস কর্তার হাতে

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মুম্বইঃ গতবছর ২৪ অক্টোবর সাইরাস মিস্ত্রীর অপসারণের পর রতন টাটাকে চারমাসের জন্য অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসাবে নিয়োগ করেছিল টাটা সন্স। এরসঙ্গেই একটি সার্চ কমিটিও গঠন করা হয়েছিল নতুন চেয়ারম্যান খোঁজার জন্য। টাটা সন্সের নতুন চেয়ারম্যান পদে বৃহস্পতিবার টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) এর সিইও নটরাজন চন্দ্রশেখরণকে নিযুক্ত করা হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে টাটা সন্সের চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করবেন।

উল্লেখ্য, টাটা সন্সের দেড়শো বছরের ইতিহাসে এই প্রথম পার্সি সম্প্রদায়ের বাইরে কাউকে কোম্পানির চেয়ারম্যান পদে বসানো হল। ১৯৮৭ সালে টিসিএসের সফটওয়্যার প্রোগামার হিসাবে কাজ শুরু করেন চন্দ্রশেখরণ। ২০০৯ সালে তিনি টিসিএস-এর সিইও হন। নতুন দায়িত্ব পেয়ে চন্দ্রশেখরণ টাটা ট্রাস্ট এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর ওপর ভরসা দেখানোর জন্য। এই নিয়োগকে স্বাগত জানিয়েছে গোটা শিল্প মহল। তবে আপাতত চন্দ্রশেখরণের অনুপস্থিতে টিসিএসের সিইও-এর দায়িত্ব পালন করবেন রাজেশ গোপীনাথন।



from Uttarbanga Sambad http://ift.tt/2ijpJWk

January 13, 2017 at 01:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top