কঠোর সুষমা, ক্ষমা চাইল অ্যামাজন

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ বেশ কিছুদিন ধরেই ই-কমার্স সংস্থা আমাজনের কানাডার সাইটে দেদার বিকোচ্ছিল ভারতীয় তিরঙ্গার রঙের আদলে তৈরি করা ডোরম্যাট। কিন্তু বিষয়টি কিছুদিন চলার পর কানাডায় বসবাসকারী এক ব্যক্তি সেখানকার ভারতীয় হাইকমিশনকে জানানোর পর থেকেই বিষয়টি নজরে আসে সকলের। শুরু হয় বিতর্ক। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এই বিষয়ে অ্যামাজনকে সেই পণ্য বিক্রির বন্ধ করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেন।

সুষমার এই হুঁশিয়ারির পর নড়েচড়ে বসে অ্যামাজন। বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে জানাননো হয়, ভুল করে ওই ধরনের পণ্য বিক্রি করে ভারতীয়দের জাতীয়তাবাদ বা আবেগে আঘাত করার জন্য তারা দুঃখিত। কোনো তৃতীয় বিক্রেতা ওই পণ্য তাদের সাইটের মাধ্যমে কানাডায় বিক্রি করছিল। এরজন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করেছে অ্যামাজন। একথা টুইট করে জানিয়েছে বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ।



from Uttarbanga Sambad http://ift.tt/2ir6JDO

January 13, 2017 at 02:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top