উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ত্রিপুরাঃ মঙ্গলবার বেলা ৩ টে ৩৯ মিনিটে মাঝারি মাপের ভূমিকম্পে কেঁপে উঠল ত্রিপুরার সহ পার্শ্ববর্তী বাংলাদেশ, উত্তর মায়ানমার ও ভূটান। ন্যশনাল সেন্টার অফ সিসমোলজির তথ্য অনুযায়ী রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৭।
ইউনাইটেড স্টেটস অফ জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী ভূকম্পের কেন্দ্রস্থল ছিল ত্রিপুরার আম্বাসা। তীব্রতা ছিল ৫.৫।
ভূ-কম্পের কেন্দ্রস্থল ছিল আম্বাসা ও কুমারগ্রামের মধ্যবর্তী লংতরাই পাহার এলাকা। সমগ্র উত্তর-পূর্ব ভারতে কম্পন অনুভূত হয়। আতঙ্কে সকলে ঘরবাড়ি-অফিস ছেড়ে বেরিয়ে পড়ে। তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
from Uttarbanga Sambad http://ift.tt/2i5Bv29
January 03, 2017 at 06:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন