মুম্বাই, ০৩ জানুয়ারি- মেয়েদের স্বাভাবিক শারীরিক সমস্যা, যা তারা গোপন রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। আর তা হল মাসিক। এখনো আমাদের সমাজে একটা ট্যাবু এটি। আর এই ট্যাবুকে ভাঙতে পিছিয়ে আছে ভারতের সমাজ ব্যবস্থা। আর তাই এ বিষয় নিয়ে কথা বলেছেন বলিউডের জনপ্রিয় কয়েকজন অভিনেত্রী৷ কী বলছেন তারা, তা তুলে ধরা হল এই প্রতিবেদনে- শ্রদ্ধা কাপুর আমি স্কুলে মাসিক নিয়ে ছেলেদের সঙ্গে মজা করতাম। আমার যে মাসিক চলছে সেটাও তাদের জানিয়ে দিতাম। তারা বলতো, তুমি কীভাবে নির্দ্বিধায় এটা বলতে পার! আমি বলতাম, এই যে আমি বললাম। কারিনা কাপুর খান ঈশ্বর এটা সৃষ্টি করেছেন। মাসিক একটা স্বাভাবিক জিনিস। তাই আমরা কীভাবে বলতে পারি যে মাসিক চলাকালীন নারীরা অপবিত্র? কেন মেয়েদের এ কারণে নোংরা ভাবা হবে এবং এই একই কারণে মেয়েরা স্কুলে যেতে পারবে না? কাল্কি কোয়েচলিন যখন আমরা আমাদের মাসিক চলাকালীন সময়টা নির্বিঘ্নে পার করছি, তখন হাজার হাজার মেয়েকে নানা কুসংস্কার ও প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। তাই আমি মেয়েদের বলতে চাই, সব কুসংস্কার ভেঙে সামনে এগিয়ে চল। কঙ্গনা রানাউত মাসিকের রক্ত নিয়ে কেউ যদি কথা বলে সেটা নিয়ে মোটেও আমি বিচলিত হই না। কেবল এটাকে বিশাল একটা কিছু না ভাবলেই হলো। এর ফলেই আমাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হওয়ার সামর্থ্য জন্মে। পুরুষদের শরীরের নির্গত ফ্লুইড নিয়ে যদি এত কথা না হয়, তাহলে মেয়েদের শরীর নিঃসৃত তরল নিয়ে এত বাড়াবাড়ি করার কিছুই নেই। গুল পানাগ ঋতুস্রাব বা মাসিক খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। কোনো মেয়ের এটা নিয়ে অস্বস্তিতে পড়ার কারণ নেই। এ বিষয়ে নিশ্চুপ থাকা মানে এ বিষয়ে শিক্ষার অধিকার থেকে আমাদের বঞ্চিত করা, যেটা কিনা মেনোপজের আগ পর্যন্ত আমাদের জীবনের মাসিক ঘটনা। পরিণীতি চোপড়া এটা ভীষণ লজ্জাজনক যে পুরুষরা এখনো মাসিক সম্পর্কে সচেতন নয়। এটা আরও দুঃখজনক যে তারা এটাকে সমস্যা বলে মনে করে। একবিংশ শতাব্দীতেও আমরা এ ধরনের কথা বলছি! টুইঙ্কেল খান্না স্যানিটারি প্যাড নিয়ে এমন আচরণ করা হয় যেন এগুলো রেডিওঅ্যাকটিভ আইসোটোপ বা তেজষ্ক্রিয় পদার্থ। দোকানে কিনতে গেলে খবরের কাগজ দিয়ে ঢেকে গোপনে দেয়া হয়। এটা কী এমন ব্যাপার যে পুরুষরা যদি এই প্যাকেট সম্পর্কে জেনে ফেলে যে এটা হুইসপার উইথ উইংস এবং জানার সাথে তারা ভেঙে পড়বে! সূত্র- ডি ডব্লিউ আর/১০:১৪/০৩ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iZXMhX
January 04, 2017 at 12:21AM
03 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top