ঢাকা, ১৮ জানুয়ারি- এক সারিতে ১,১৮৬টি সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে বাংলাদেশের সাইকেল চালকদের সংগঠন বিডিসিাইক্লিস্ট। সংগঠনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। এর আগে বসনিয়ায় এক সারিতে ৯৮৪টি সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড গড়া হয়েছিল। গত বছর বিজয় দিবসের সকালে ঢাকায় বিজয় রাইড অনুষ্ঠানের আয়োজন করেছিল সংগঠনটি। অংশগ্রহণকারীরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার সামনে থেকে এক সারিতে নয় কিলোমিটার সাইকেল চালিয়ে পূর্বাচলে যান। সৃষ্টি করেন বিশ্বের সবচেয়ে লম্বা চলন্ত সাইকেলের একক সারি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর ওয়েবসাইটে বলা হয়েছে, ২০১৬ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় এক সারিতে ১,১৮৬টি সাইকেল চালানোর অনুষ্ঠান আয়োজন করেছিল বিডিসাইক্লিস্ট (বাংলাদেশ)। অংশগ্রহণকারীরা দীর্ঘ সময় ধরে এক সারিতে সাইকেল চালিয়েছিলেন। বিডিসাইক্লিস্টস-এর মডারেটর ফুয়াদ আহসান চৌধুরী দ্য জানান যে তারা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে ১৬ জানুয়ারি এ সংক্রান্ত একটি ইমেইল পেয়েছেন।-ডেইলি স্টার ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন আর/১০:১৪/১৮ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2k0hNFH
January 19, 2017 at 04:22AM
18 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top