মনোনয়নপত্রকে ঘিরে রণক্ষেত্র বীরপাড়া কলেজ

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, বীরপাড়াঃ বুধবার মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল ডুয়ার্সের বীরপাড়া কলেজ চত্বর। জানা গিয়েছে,  বুধবার তৃণমূল ছাত্র সংগঠন(টিএমসিপি) এবং বিজেপি ছাত্র সংগঠন(এবিভিপি)-এর মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ২৫ জন পড়ুয়া। কলেজ গেটের বাইরে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা সহ টিএমসিপি এবং বিজেপির নানাস্তরের নেতৃবৃন্দ। অভিযোগ,  মনোজ টিগ্গার গাড়ি সহ সাতটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। টিএমসিপিকে দায়ি করা হয়েছে প্রয়োজনীয় ফাইলপত্র লুঠ করার জন্য।

উভয়পক্ষই একে অপরের মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগও তুলেছে। বীরপাড়া হাসপাতালসূত্রের খবর, ঘটনায় কয়েকজনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। এদিন টিএমসিপি প্রায় ৪০ মিনিট এবং এবিভিপি প্রায় চার ঘন্টা পথ অবরোধ করে রাখে। কিন্তু পুলিশের হস্তক্ষেপে পরবর্তীতে এই অবরোধ তুলে নেওয়া হয়। বিধায়ক মনোজ টিগ্গা এদিন অভিযোগ করেন পুলিশ ‘ঠুঁটো জগন্নাথ’-এর ভূমিকা পালন করেছে। পুলিশের ভূমিকা অত্যন্ত দূর্ভাগ্যজনক।



from Uttarbanga Sambad http://ift.tt/2iBvEpA

January 18, 2017 at 10:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top