উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, দিল্লিঃ রোজভ্যালি কাণ্ডে অভিনেতা তাপস পাল ও তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের পর গোটা পশ্চিমবঙ্গ সহ রাজধানী দিল্লিতেও চলে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচী। গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনে এবং আজ প্রধানমন্ত্রীর দপ্তরে। পূর্ব পরিকল্পনামতো আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিরাপত্তাবেষ্টনী ভেঙে ঢোকার চেষ্টা করে তৃণমূল সাংসদরা। স্লোগান দেয় ‘মোদি হটাও, দেশ বাঁচাও।’ মোদির দপ্তরে অভিযান চালান ৩৬ জন তৃণমূল সাংসদ।
পরে পুলিশ এসে সাংসদদের ধরে একটি বাসে তুলে নিয়ে মন্দিরমার্গ থানায় নিয়ে যায়। অভিযোগ ওঠে, মহিলা পুলিশ না এনেই মহিলা সাংসদদের জোর করে অমানবিকভাবে বাসে তোলা হয়, যা খুবই আপত্তিকর।
from Uttarbanga Sambad http://ift.tt/2j7ZwG1
January 05, 2017 at 07:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন