কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে ছাত্রদলের মিছিল

কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি পালনে ছাত্রদল মিছিল তাদের অবস্থানের কথা জানান দিয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে যখন পুলিশের বাধায় মিছিল পণ্ড হয় বিএনপির; ঠিক তখনই নগরীর জিন্দাবাজার, আম্বরখানা এবং চৌহাট্টা এলাকায় পৃথক কালো পতাকা মিছিল করে ছাত্রদল।

জেলা ও মহানগর ছাত্রদলে উদ্যোগে আম্বরখানা এলাকায় অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন যুবদল নেতা শোয়েব আহমদ চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি লুৎফুর রহমান, মামুন আহমদ মিন্টু, কাজি মেরাজ, মহানগরের সহ সভাপতি বেলাল আহমদ, দেওয়ান আরাফাত জাকির চৌধুরী, সবুর আহমদ, জেহিন আহমদ।

এছাড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি লিটন আহমদ, জামাল আহমদ খান,  সাজন আহমদ তালুকদার, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল  করিম জোনাক, মহানগরের সহ-সাংগঠনিক রিয়াদুল হাসান রুয়েল, আনোয়ার হোসেন খান, আবুল মুনতাসের চৌধুরী সাববি, মহানগরের সদস্য  রুমান আহমদ রাজু , জাবেদুর রহমান জাবেদ,  রুবেল আহমদ,  রিয়াজ আহমদ, আব্দুল­াহ  আল মুমিন প্রমুখ উপস্থিত ছিলেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ieynRT

January 05, 2017 at 07:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top