ওয়েলিংটন, ১৪ জানুয়ারি- চলনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজে বেশ কয়েকটি রেকর্ডের জন্ম দিয়েছে বাংলাদেশ। যার মধ্যে অন্যতম সাবিক-মুশফিকের জুটি, তৃতীয় বাংলাদেশি হিসেবে ৩০০০ রানের মাইলফলক ও সাকিবে ডাবল সেঞ্চুরী। এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক এখন সাকিব আল হাসান। তার সংগ্রহ ২১৭ রান। যদিও এটা আগে টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের অায়াত্তে ছিল। তবে গতকাল সাকিব ভেঙে দিলেন তামিমের ২০৬ রানের সেই ইনিংসটির রেকর্ড। টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংসের মালিক এখন তিনি। ইনিংসের ১২৭তম ওভারের তৃতীয় বলে ট্রেন্ট বোল্টকে আলতো পুশ করে সিঙ্গেল নিয়ে সাকিব পৌঁছে গেছেন এই চূড়ায়। সাকবি যখন তামিমের রেকর্ড টপকে যাচ্ছিল তামিম তখন ড্রেসিং রুমের সিঁড়িতে দাঁড়িয়ে সজোরে করতালি দিচ্ছেন। আর বন্ধুর রের্কড ভেঙ্গে পর ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, আমি মনে করেছিলাম ওর ইনিংসটা ২১৪ রানের। ওই সিঙ্গেলটা যখন নিলাম, তখন দেখি তামিম দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। ওর হাততালি দেওয়া দেখেই বুঝেছি, বেশ রেকর্ডটা তাহলে আমারই হয়ে গেল। কিছু দিন আগে এক সংবাদ সম্মেলনে সাকিব অবশ্য বলেছিলেন, ক্যারিয়ারে এখন যে পর্যায়ে আছেন তাতে ব্যক্তিগত অর্জন নিয়ে আর ভাবেন না। কিন্তু আজকের ইনিংসটা এমন এক অর্জন, সাকিবের বহু কীর্তিতে উজ্জ্বল ক্যারিয়ারেও আলাদা হয়ে থাকবে। সাকিব বললেন, সব সময়ই চিন্তা করি দলে অবদান রাখার। বেশি করতে পারলে অবশ্যই ভালো লাগে। আর/১০:১৪/১৪ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jJsA6Y
January 15, 2017 at 06:09AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন