ওয়েলিংটন, ১৪ জানুয়ারি- গতকাল শুক্রবার (১৩ জানুয়ারি) দিনটা ছিল সাকিবের। একের পর এক রেকর্ডের জন্ম দিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। নিজের নামের পাশে যুক্ত করেছেন ডাবল সেঞ্চুরী ও ৩০০০ রানের মাইলফলক। এদিন সাকিবের সাথে ঘটে ভিন্ন এক ঘটনা। দিনের দ্বিতীয় ওভারের সময় স্টাম্প লক্ষ্য করে থ্রো করেন সাউদি। আর সে বল এসে সরাসরি লাগে সাকিবের গোড়ালিতে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান বিশ্বসেরা এ অলরাউন্ডার। এ ঘটনায় সাকিবের কাছে ক্ষমা চেয়েছেন নিউজিল্যান্ড পেসার টিম সাউদি। খেলার সময় অনিচ্ছাকৃতভাবে সাকিবেরশরীরে বল লেগেছে বলেও দাবি করেছেন এ কিউই পেসার। তিনি বলেন, এটা সত্যিই দুঃখজনক। এর জন্য সাকিবের কাছে ক্ষমাও চেয়েছি আমি। আমার বিশ্বাস সে আমাকে ক্ষমা করেছে। টিভি ধারাভাষ্যকাররাও সাউদির এমন আচরণের সমালোচনা করেন। ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার ইয়ান স্মিথ বলেন, এটা ক্রিকেটীয় আচরণ হতে পারে না। এটা মেনে নেয়ার মতো নয়। অবশ্য দিনশেষে ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে সাকিব যখন সংবাদ সম্মেলনে এলেন তখন সাউদিকে ক্ষমা করার বিষয়টিও জানালেন। সাকিব বলেন, ক্রিকেটে এমন ঘটনা এর আগেও অনেকবার হয়েছে। আসলে কেউই ইচ্ছা করে গায়ে থ্রো করেন না। এটা নিয়ে বলার কিছু নেই। আর/১২:১৪/১৫ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2is16li
January 15, 2017 at 06:29AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন