সিরি-এর ফুটবল লিগে প্রায়ই তাকে দেখা যায় পেল্লে, মোরাতা, চিয়েলিনিদের সাক্ষাৎকার নিতে। আন্তর্জাতিক এক ক্রীড়াচ্যানেলের সেই বিখ্যাত সাংবাদিক ডিলেত্তা লিয়োত্তা এদিন নিজেই খবর হয়ে গেলেন হ্যাকারদের পাল্লায় পড়ে। নিজের কিছু ব্যক্তিগত মুহূর্তের নগ্ন ছবি অনলাইন স্টোরেজ অ্যাকাউন্টে সেভ করে রেখেছিলেন। ইতালিয়ান হ্যাকাররা তার সেই অনলাইন অ্যাকাউন্টই হ্যাক করে প্রকাশ করে দেন। নিজের অ্যাকাউন্ট হ্যাকড হয়ে গেলেও প্রথমে বুঝতে পারেননি ডিলেত্তা। তবে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের ব্যক্তিগত ছবি চালাচালি হতেই বুঝতে নিজের ক্ষতি বুঝতে পারেন তিনি। সর্বসমক্ষে বেআব্রু হয়ে যাওয়ার পর প্রাথমিক অনুভূতি কী ছিল? ডিলেত্তা বলে দেন, মনে হয়েছিল আমার হৃৎস্পন্দন হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে। যখন ওই ছবিগুলো ফরোয়ার্ডেড হয়ে আমাকে আমার বন্ধুরা পাঠাল, আমি অনেক কষ্টে নিজের কান্না আটকেছিলাম। শক্ত হতে হয়েছিল। বলছিলেন তিনি। বেইজ্জত হওয়ার পর ডিলেত্তা একহাত নিয়েছেন নিজের দেশের হ্যাকারদের। সাফ বলে দিয়েছেন, পুরো ছবি গ্যালারিটাই আমার ব্যক্তিগত সংগ্রহ ছিল। কেউ সেগুলো চুরি করার জন্যই আমার অ্যাকাউন্ট হ্যাক করেছে। পাশাপাশি তাঁর সংযোজন, নির্বোধ, কম সহানুভূতিশীল ব্যক্তিরাই এমন ঘৃণ্য কাজ করতে পারে। তবে ডিলেত্তার স্বস্তি একটাই। লিকড হওয়া ছবিগুলো তার অনেকদিন আগের। তিনি নিজেই জানিয়েছেন, ওই ছবিগুলো অনেকদিন আগের। ভেবেছিলাম ওগুলো ডিলিট করে দিয়েছি।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2insyFJ
January 14, 2017 at 09:17PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন