পুলিশের ভুঁরি নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কলকাতাঃ পুলিশের ভুঁরি নিয়ে মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। পুলিশের ভুঁরি ক্রমশ বেড়ে যাওয়ায় চিন্তায় হাইকোর্টও। শুক্রবার সেই মামলার শুনানি হয় হাইকোর্টের প্রধান বিচারপতি নিশীতা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে।

আদালতের প্রশ্ন, পুলিশ আনফিট হলে অপরাধীদের ধরবে কী করে? বেশ কিছুদিন আগে আদালত থেকে পালিয়ে যাওয়া এক অপরাধীকে ধরতে কালঘাম ছুটেছিল পুলিশের। রাস্তাতেও এরকম ভুঁরিধারী পুলিশ প্রায়ই দেখা যায়। এই প্রকাণ্ড ভুঁরির ভারে উর্দি সামলানোই দায় হয়ে দাঁড়ায়।

বিষয়টি নিয়ে জনস্বার্থে মামলা দায়ের করেন কমল দে নামে এক ব্যক্তি। এদিন মামলার শুনানুতে আবেদনকারী বলেন, পুলিশের চাকরিতে যোগদানের আগে সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। কিন্তু চাকরি পাওয়ার পর দেখা যাচ্ছে, রাজ্যে একটা বিশাল সংখ্যক পুলিশকর্মী প্রকাণ্ড ভুঁরি নিয়ে চাকরি করে চলছে। অথচ আইন বলছে, বিশালাকায় পেট থাকার কারণে তাদের আনফিট ঘোষণা করা যায়। এই মামলার জেরে হলফনামা দাকিলের নির্দেশ দেয় আদালত।



from Uttarbanga Sambad http://ift.tt/2inluJ7

January 14, 2017 at 03:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top