ইসলামাবাদ, ১০ জানুয়ারি- অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানের স্থলাভিষিক্ত হয়েছেন জুনায়েদ খান। মায়ের মৃত্যুতে ইরফান দেশে ফিরে যাওয়ায় জুনায়েদকে দলভূক্ত করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর ঘোষিত ১৫ সদস্যের প্রাথমিক দলে ছিলেন না ২৭ বছর বয়সী জুনায়েদ। এ সম্পর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মায়ের মৃত্যুর কারণে ইরফান দেশে ফিরে যাওয়ায় নির্বাচক প্রধান ইনজামাম উল হক দলের সাথে পরামর্শ করেই জুনায়েদের দলভূক্তির সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৫ সালের মে মাসের পর থেকে দলের বাইরে রয়েছেন জুনায়েদ। এ পর্যন্ত ৫২টি ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ৭৮টি। সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে তিনি সংগ্রহ করেছেন ২০ উইকেট। আগামী শুক্রবার ব্রিসবেনে অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ। এরপর ১৫ জানুয়ারি মেলবোর্নে, ১৯ জানুয়ারি পার্থে, ২২ জানুয়ারি সিডনিতে ও ২৬ জানুয়ারি এডিলেডে পরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আর/১০:১৪/১০ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jrfbk1
January 11, 2017 at 05:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top