বিলিংসদের ব্যাটিং দাপটে পণ্ড ধোনি-পার্টি

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মুম্বইঃ অধিনায়কত্বের শেষটা মধুর হল না মহেন্দ্র সিং ধোনির।

ইংল্যান্ডের কাছে প্রথম প্রস্তুতি ম্যাচে ৩ উইকেটে হারল ভারত। এদিনের ওয়ার্ম আপ ম্যাচ ধোনির কাছে ছিল নীল জার্সিতে শেষবার নেতৃত্ব দেওয়া। যদিও ইংল্যান্ডের সম্মিলিত প্রয়াসের সামনে হারের স্মৃতি নিয়েই ফিরতে হল ধোনিকে। ক্রিস ওকসকে পিটিয়ে ধোনি ভারতীয় ইনিংসকে তিনশো পার করে দিয়েছিলেন। সেই ওকসই জোড়া বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচের অন্তিম ওভারে ইংল্যান্ডকে জয় এনে দিলেন। জল ঢেলে দিলেন ধোনির অন্যরকম ‘ফেয়ারওয়েল’-এ। কাজে এল না কুলদীপ যাদবের ৫ উইকেট। ভারতের ৩০৪ রান তাঁরা করতে নেমে শেষ ওভারে জয় তুলে নিল ইয়ন মরগ্যানের দল। ইংল্যান্ডের স্যাম বিলিংস করেন ৯৩ রান। জেসন রয় (৬২), অ্যালেক্স হেলস (৪০), বাটলার করেন (৪৬)।



from Uttarbanga Sambad http://ift.tt/2jzMc1w

January 10, 2017 at 11:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top