আন্তর্জাতিক ডেস্ক – যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প অভিষিক্ত হওয়ার আগেই কানাডার মন্ত্রিপরিষদে পরিবর্তন করতে যাচ্ছেন।
ট্রাম্পের রক্ষণশীল বাণিজ্যনীতিসহ অপরাপর দৃষ্টিভঙ্গীর কারণে সামঞ্জস্যপূর্ণ ও যুতসই সম্পর্ক বহাল রাখার স্বার্থে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ পরিবর্তন ঘটাতে যাচ্ছেন।
কিন্তু এখনো ট্রুডোর মন্ত্রিপরিষদে কয়জন মন্ত্রির সংযোজন বা বিয়োজন ঘটবে তা নিশ্চিত করা বলা না গেলেও পররাষ্ট্রমন্ত্রি ষ্টিফেন ডিওনের পরিবর্তে আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে সে দায়িত্বটি দেওয়া হতে পারে বলে ধাননা করা হচ্ছে।
এ বিষয়টি রাষ্ট্রীয় অর্থপুষ্ট বেতার ও টেলিভিশন প্রতিষ্ঠান সিবিসি ও দৈনিক গ্লোব অ্যান্ড মেইল আঁচ করেছে।বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ষ্টিফেন ডিওন হচ্ছেন একজন নিবেদিত প্রাণ পরিবেশবাদী এবং অতীতে বর্তমান ক্ষমতাসীন লিবারেল পার্টির দলনেতা হিসেবে প্রধানমন্ত্রীত্বের জন্য তার নির্বাচনি প্রচারণায় পরিবেশরক্ষণ বিষয়ক কর্মসূচিটিই প্রাধান্য পেয়েছিল।
আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড একজন প্রথিতযশা লেখক ও সাংবাদিক হিসেবে প্রাচীনতম দৈনিক গ্লোব অ্যান্ড মেইল ও বার্তা সংস্থা থমসন রয়টার্সে বিভিন্ন সম্পাদকীয় দায়িত্ব পালন করেছেন এবং ২০১৩ সালে বর্হিদেশীয় প্রতিবেদনের জন্য সন্মানজনক ‘লিওনেল গেলবার পুরস্কার’ পান।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্ত্রিপরিষদে রদবদলের লক্ষ্য হবে ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতিমালার সঙ্গে সঙ্গতি রেখে কানাডার নাগরিকদের কর্মসংস্থান সুসংহত করা।
কেননা ট্রাম্প চান ব্যাপক কর সংস্কারের মাধ্যমে অবকাঠামো ব্যয়বৃদ্ধি ও কঠোর বাণিজ্যনীতির মাধ্যমে আমেরিকানদের কর্মসংস্থান অটুট রাখা।
আলবার্টা প্রদেশের রাজধানী ক্যালগেরিতে ট্রুডোর এই রদবদলকৃত নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকটি হবে ২৩ ও ২৪ জানুয়ারি।
from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2ifgOmR
January 10, 2017 at 11:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন