পোল্যান্ডে যাচ্ছে হাজার হাজার মার্কিন সেনা

markinআন্তর্জাতিক ডেস্কঃ
পোল্যান্ডে হাজার হাজার মার্কিন সেনা পৌঁছাতে শুরু করেছে। ন্যাটো মহড়ায় অংশ নিতে এ সব সেনা দেশটিতে যাচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে কথিত আগ্রাসন প্রতিহত করার ওয়াশিংটনের পরিকল্পনার আওতায় এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

রুশ সীমান্তের কাছাকাছি অনুষ্ঠেয় মহড়ায় অংশ নেয়ার জন্য পোল্যান্ডে সাড়ে হাজার মার্কিন সেনা মোতায়েন করা হবে। এ সব সেনা পোল্যান্ডের দক্ষিণপূর্বাঞ্চলীয় নগরী ওরোক্ল’র গুরুত্বপূর্ণ বিমান ঘাটিতে যাচ্ছে।

এর আগে, সেখানে ট্যাংক ও সাঁজোয়া গাড়িসহ ২৮০০’র বেশি মার্কিন সামরিক সরঞ্জাম ওই ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। ট্যাংক ও সাঁজোয়া গাড়ির বহরকে পরে আরো পাঁচটি স্থানে পাঠানো হবে।

শীতল যুদ্ধের পর এই প্রথম ইউরোপে এতো ব্যাপক পরিমাণে মার্কিন সেনা এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করা হলো।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2ifjfpS

January 10, 2017 at 11:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top