ডাকা হতে পারে প্রধানমন্ত্রীকেও, জানালেন পিএসি-এর চেয়ারম্যান থমাস

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ নোট বাতিল নিয়ে বিশদ বিবরণ চেয়ে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) থেকে ডেকে পাঠানো হয়েছে রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেলকে। তাঁর কাছ থেকে নোট বাতিল সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের মনমতো উত্তর না পেলে ডাকা হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। গতকাল একথা জানিয়ে দিলেন পিএসি-এর চেয়ারম্যান কে ভি থমাস।

থমাস জানান, আগামী ২০ জানুয়ারি কমিটি থেকে উর্জিত প্যাটেলকে ডেকে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নোট বাতিল বিষয় নিয়ে যে কোনো ব্যক্তিকে ডেকে পাঠানোর অধিকার আছে এই কমিটির।



from Uttarbanga Sambad http://ift.tt/2ifgB33

January 10, 2017 at 11:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top