নিজস্ব প্রতিবেদক ● জাতীয় দৈনিক কালের কন্ঠের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কেককাটা, আলোচনা, ঘোড়ার গাড়ি সমেত বর্ণাঢ্য র্যালি। গতকাল কুমিল্লা টাউন হলের সামনে দৈনিক কালের কন্ঠের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটার আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও কৃষকলীগের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: ওমর ফারুক, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, দৈনিক কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক আবুল কাশেম হৃদয়।
বক্তারা বলেন, ১০ জানুয়ারি বাঙালির ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন। তিনি বাঙালি জাতিকে দেশগঠনের জন্য আহবান জানান। এদিনে জাতীয় দৈনিক কালের কন্ঠের জন্ম আমাদেরকে দেশকে নিয়ে নতুন করে ভাবনায় সৃষ্টি করে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে কালের কন্ঠ এদেশের গরিব-দু:খী মানুষের কথা বলবে, সাধারণ মানুষের চাহিদার কথা বলবে, এ দেশের ইতিহাস-ঐতিহ্যের কথা বলবে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে- এটি আমাদের প্রত্যাশা। কেক কাটার পর ঘোড়ার গাড়ি সমেত বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কেক কাটা ও র্যালিতে অংশগ্রহণ করেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী সঞ্জয় কুমার ভৌমিক, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ ড. মো: আছাদুজ্জামান, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো: ইকবাল আনোয়ার, বিশিষ্ট ছড়াকার জহিরুল হক দুলাল, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তারিকুল ইসলাম চৌধুরী ও পরীক্ষা নিয়ন্ত্রক ড. আলী হোসেন চৌধুরী, ধনুয়াখলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামীম হায়দার, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চন্দন রায়, কবি সৈয়দ আহমাদ তারেক, দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা, মুক্তিযোদ্ধা আবদুল মমিন, নাট্যশিল্পী শাহজাহান চৌধুরী, এডভোকেট শহীদুল হক স্বপন, কুমিল্লা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক লুৎফুল বারী চৌধুরী হিরু, কুমিল্লা জেলা শিক্ষক সমিতির সভাপতি আফসার উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, আরটিভির কুমিল্লা প্রতিনিধি গোলাম কিবরিয়া, দৈনিক ইত্তেফাকের কুমিল্লা প্রতিনিধি লুৎফুর রহমান, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার গাজীউল হক সোহাগ, বাংলাভিশনের কুমিল্লা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ, দৈনিক ইনকিলাবের কুমিল্লা প্রতিনিধি সাদিক মামুন, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ও সিসি টিভির সম্পাদক ওমর ফারুকী তাপস, বাংলার আলোড়ন সম্পাদক রফিকুল ইসলাম, ফটো সাংবাদিক এম সাদেক, দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি এম ফিরোজ, ৭১’ টিভির কুমিল্লা কাজী এনামুল হক ফারুক, জেলা সমবায় লীগের সাধারণ সম্পাদক জুনায়েদ শিকদার তপু, কৃষকলীগ নেতা আহমেদ জামিল সেলিম, সাংবাদিক শহীদ উল্লাহ, যায়যায়দিন কুমিল্লা প্রতিনিধি কামাল হোসেন, লেখক ঠাকুর জিয়াউদ্দিন আহমেদ, সমাজসেবক আবদুল আউয়াল খান, দৈনিক কুমিল্লার কাগজের ব্যবস্থাপনা সম্পাদক শাহীনুর নাহার শিমুল, প্রধান প্রতিবেদক মোতাহার হোসেন মাহবুব, ফ্রেন্ডস এসোসিয়েশনের অব কুমিল্লার অর্থ সম্পাদক সাবেক কাউন্সিলর নাসরিন সুলতানা রুনা, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, দৈনিক কুমিল্লার কাগজের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা মজুমদার, বার্তা সম্পাদক জহিরুল ইসলাম শান্ত, সদর হাসপাতাল কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (মাষ্টার), সময়ের পথ পত্রিকার সম্পাদক বাচ্চু বকাউল, সাংবাদিক কাজী মো: হানিফ, সাংবাদিক দেলোয়ার হোসেন আকাইদ, সাপ্তাহিক সমতট কাগজের সম্পাদক জামাল উদ্দিন দামাল, কবি ডা. দীনেশ ভট্টচার্য, জেলা ছাত্রদলের সহ সভাপতি সাজ্জাদুল কবির সাজ্জাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, কুমিল্লা ট্যুরিষ্ট মিশনের সভাপতি বরুন চক্রবর্তী, মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হক পিটার, যুবদল নেতা মো: ইউসুফ, সাংবাদিক মিজানুর রহমান, চলচ্চিত্র মঞ্চের সভাপতি খায়রুল আনাম রায়হান, ডাক দিয়ে যাই কুমিল্লা অঞ্চলের সভাপতি মোস্তাফিজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক খালেদা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক মুন্সি সফিকুল ইসলাম, কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ, নাছির উদ্দিন, সাংবাদিক অমিত মজুমদার, ফটো সাংবাদিক সাইফুল ইসলাম সুমন, ফারুকুল ইসলাম ফারুক, দীন মোহাম্মদসহ ট্যুরিষ্ট মিশন, ফ্রেন্ডস এসোসিয়েশন অব কুমিল্লা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন একতাই শক্তি, মানবাধিকার কমিশন, বন্ধু ফোরাম পূর্বাঞ্চল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার কর্মরত সাংবাদিক, ডাক্তার, আইনজীবীসহ অসংখ্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কুমিল্লার কাগজের নির্বাহী সম্পাদক ও কালের কন্ঠের আলোকচিত্রী হুমায়ূন কবির জীবন।
The post কালের কণ্ঠের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2i9Qyw3
January 10, 2017 at 11:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন