টোটোর রেজিস্ট্রেশন, লাইসেন্স বাধ্যতামূলক শিলিগুড়িতে

উত্তরবঙ্গ সংবাদ পোর্টল, শিলিগুড়িঃ জাতীয় সড়ক ধরে তীব্রগতিতে ছুটছে টোটো। নাবালক থেকে বৃদ্ধ, ইচ্ছে হলেই যে কেউ হয়ে যাচ্ছে টোটোচালক। জনবহুল রাস্তা দখল করে তৈরি হচ্ছে টোটোস্ট্যান্ড। নেই লাইসেন্স, নির্দিষ্ট রুট কোনো কিছুই। টোটোর দৌরাত্ম্যে রাস্তায় চলাচল করা কঠিন। শিলিগুড়ি শহর সহ সারা মহকুমাজুড়ে টোটোর বাড়বাড়ন্তের এই চেনা ছবি এবার বদলাতে চলেছে। ফেব্রুয়ারির শুরু থেকে দেওয়া হবে টোটোর নম্বর। বাধ্যতামূলক হচ্ছে রেজিস্ট্রেশন, লাইসেন্স। ইচ্ছে হলেই আর এক পাড়ার টোটো নিয়ে ঢোকা যাবে না অন্য পাড়ায়। টোটো চলাচলকে বিধিবদ্ধ করতে মঙ্গলবার দার্জিলিং জেলা আঞ্চলিক পরিবহণ দপ্তরের কর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন শিলিগুড়ির মহকুমাশাসক পানিক্কর হরিশংকর। বৈঠক শেষে টোটো নিয়ে প্রশাসনের একগুচ্ছ সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি।

মহকুমাশাসক জানিয়েছেন, প্রথমে শহর ও গ্রামাঞ্চলে কত টোটো চলাচল করছে তার হিসাব করতে প্রত্যেক টোটোকে প্রাথমিকভাবে একটি নম্বর দেওয়া হবে। ওই নম্বর বাধ্যতামূলকভাবে নিতে হবে প্রত্যেক টোটোকেই। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ওই নম্বর দেওয়া হবে। গ্রাম স্তরে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, শহরে পুরনিগম ওই নম্বর দেবে। এর পাশাপাশি বাধ্যতামূলকভাবে আঞ্চলিক পরিবহণ দপ্তরে রেজিস্ট্রেশন করাতে হবে। এরপর রুট ঠিক করার প্রক্রিয়া আগামী মাস থেকেই শুরু হবে বলেই জানিয়েছেন মহকুমাশাসক। এদিন পুরোনো ও নতুন টোটো নিয়ে সমস্যার সমাধানের পরিকল্পনাও করেছেন মহকুমা শাসক।



from Uttarbanga Sambad http://ift.tt/2jmUU01

January 18, 2017 at 05:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top