তিস্তার চর থেকে উদ্ধার ২৫টি মৃত পাখি

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ময়নাগুড়িঃ পরিবেশপ্রেমীদের লাগাতার নজরদারিতে মঙ্গলবার তিস্তার চর থেকে উদ্ধার হল বিভিন্ন প্রজাতির ২৫ টি মৃত পাখি ও পাখি মারার বিভিন্ন সরঞ্জাম। মৃত পাখি ও পাখি মারার সরঞ্জামগুলি এদিনই লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষন কেন্দ্রের কর্মীদের হাতে তুলে দেন ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। শীত পড়তেই ময়নাগুড়ি ব্লকের দোমহনি থেকে বার্নিশ পর্যন্ত তিস্তার চরে আস্তানা বাঁধে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। আর তখনই শিকারিদের আনাগোনা বাড়ে এই এলাকায়। এব্যপারে লাগাতের নজরদারি চালালাও তারই ফাঁকে এই কাজ করে চলছে চোরাশিকারীরা। কিন্তু ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের এই কাজ সত্যিই প্রশংসনীয় বলে মনে করে বনদপ্তর।



from Uttarbanga Sambad http://ift.tt/2iPzDNO

January 18, 2017 at 05:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top