অবশেষে বিশ্বনাথে ব্যাটারী চালিত রিকশার বিরুদ্ধে অভিযান

15870778_1230474340365429_1204125334_n-1

মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: অবশেষে সিলেটের বিশ্বনাথে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। বুধবার দুপুরে পৃথকভাবে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। ভ্রাম্যমান আদাতলের মাধ্যমে ব্যাটারী চালিত রিকশা চালকদের জরিমানা ও রিকশার ব্যাটারী জব্দ করা হয়। উপজেলা সদরের নতুন বাজারস্থ বাসিয়া সেতুর উত্তর মূখ থেকে অভিযান শুরু হয়। পরে উপজেলা সদরের বিভিন্ন জায়গায় এ অভিযান চলে। অভিযানকালে ব্যাটারিচালিত রিকশা আটকের পর রিকশার ব্যাটারী খুলে নেয়া হয়। অভিযানকালে ৪টি রিকশার ব্যাটারী খুলে নেয়া হয়। এছাড়া ৪টি রিকশাকে ৫০ টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল হক। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার এসআই রফিকুল ইসলাম বাদলের নেতৃত্বে একদল পুলিশ।

এদিকে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার কলেজ রোড কারিকোনাস্থ ভাসিয়া ট্রের্ডাস এন্ড রিকশা কোঃ লিঃ এ দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারী চালিত রিকশা চার্জ দেয়া ওই দোকানে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এসময় দোকান থেথে ৯টি চার্জ মেশিন জব্দ করা হয়।

অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার ডেইলি বিশ্বনাথ ডটকমকে বলেন, মোটর যান আইন ১৯৮৩ ধারায় এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

জানাগেছে, বেশ কিছুদিন ধরে বিশ্বনাথে ব্যাটারী চালিত রিকশার বন্ধের দাবি জানিয়ে আসছিল উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোট। বিভিন্ন আন্দোলন কর্মসূচিও তারা পালন করে। গত মঙ্গলবার পরিবহন শ্রমিক ঐক্য জোট আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় এবং ব্যাটারী চালিত রিকশা বন্ধের দাবিতে মঙ্গলবার বিকেলে মিছিল করে পরিবহন শ্রমিক নেতারা। পরে ওইদিন রাতে উপজেলা প্রশাসনের আহবানে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেন উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোট নেতারা।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2j9BT3O

January 04, 2017 at 10:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top