অধিনায়কত্ব ছাড়লেন এম এস ধোনি

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ নতুন বছরে নতুন সারপ্রাইজ মাহির। সাদা পোষাকের ক্রিকেটকে অনেকদিন আগেই বিদায় জানিয়েছিলেন। বিরাট কোহলির সাম্প্রতিক উত্থানে তাঁর সীমিত ওভারের গদিটাও ছেড়ে দেওয়ার দাবি তুলেছিলেন বিশেষজ্ঞরা। বয়সের ছাপ তাঁর খেলাতেও পড়েছে। তাই সমস্ত জল্পনার অবসান করে, বিশাল সংখ্যক ভক্তকে দুঃখ দিয়ে নিজেকে ক্রিকেট দুনিয়া থেকে সরিয়ে ফেললেন ধোনি। বুধবার ওয়ান ডে এবং টি-২০ খেলার অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন মহেন্দ্র সিং ধোনি। খেলবেন শুধুমাত্র সিমিত ওভারের ফরম্যাটে। কিন্তু তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে এবং টি-২০ সিরিজ খেলবেন বলে জানা গিয়েছে।

বিসিসিআই এর সিইও রাহুল জোহরি ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে বলেন,‘বিসিসিআই এবং প্রত্যেক ভারতীয় ফ্যানের তরফ থেকে আমি এম এস ধোনিকে ধন্যবাদ জানাতে চাই অধিনায়ক হিসাবে যে কোনো বিষয়ে তাঁর অসাধারণ অবদানের জন্য। তাঁর অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল উন্নতির শিখরে পৌঁছেছে, তাঁর প্রাপ্তি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’



from Uttarbanga Sambad http://ift.tt/2iAxQMR

January 04, 2017 at 10:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top