শ্লীলতাহানির অভিযোগে ইস্তফা দিলেন মেঘালয়ের রাজ্যপাল সানমুগানাথন

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ ইস্তফা দিলেন মেঘালয়ের রাজ্যপাল ভি সানমুগানাথন। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানিয়েছিল রাজভবনের কর্মীদের একাংশ। অভিযোগ, রাজভবনের কর্মীদের ওপর চলছে মানসিক অত্যাচার। রাজভবনকে ‘তরুণীদের ক্লাব’-এ পরিণত করা হয়েছে। এতে সম্মান নষ্ট হচ্ছে রাজভবনের। রাজভবনের প্রায় ১০০ জন কর্মী এবং বেশ কয়েকটি এনজিও মিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে এই ব্যপারে একটি পাঁচ পাতার চিঠি লেখেন।

অভিযোগ, ৬৭ বছরের সানমুগানাথন পিআরও-এর ইন্টারভিউ দিতে আসা এক তরুণীর শ্লীলতাহানি করেন। আরও অভিযোগ করা হয়, ২০১৫ সালে মেঘালয়ের রাজ্যপাল হওয়ার পর থেকেই সমস্ত কাজের জন্য বিভিন্ন পদে তিনি মহিলাদের নিয়োগ করতেন। এছাড়া বেশ কিছু অসামাজিক কাজের জন্য তিনি রাজভবনকে ব্যবহার করতেন।

তবে রাজ্যপালের দফতর থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। রাজ্যপাল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এই বিষয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্তের জন্য তিনি অপেক্ষা করেছেন।



from Uttarbanga Sambad http://ift.tt/2jlNOaq

January 27, 2017 at 05:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top