চান্দিনায় যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ একজন আটক

চান্দিনা প্রতিনিধি ● ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে চান্দিনা উপজেলার তীরচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী বিলাসবহুল গ্রীণলাইন পরিবহনের একটি যাত্রীবাস তল্লাসী করে হাইওয়ে পুলিশ শুক্রবার সকালে আব্দুল মালেক (৩৫) নামের এক ব্যক্তিকে এক হাজার পিছ আমদানী নিষিদ্ধ ইয়াবাসহ আটক করেছে।

হাইওয়ে পুলিশ সুত্র জানায়, ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ি পুলিশের একটি দল শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের চান্দিনার তীরচর এলাকায় অবস্থান নেয়। সকাল ৮ টায় ঢাকাগামী গ্রীণলাইন পরিবহনের একটি বিলাসবহুল বাস সেখানে পৌঁছলে বাসটি থামানোর সংকেত দেয়। পরে তল্লাসী করে বাসে থাকা যাত্রী আব্দুল মালেককে আটক ও তার কাছ থেকে আমদানী নিষিদ্ধ এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

সে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সিকদারপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির এসআই মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক মালেকের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

The post চান্দিনায় যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ একজন আটক appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2jbo9X2

January 27, 2017 at 05:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top