রাজস্ব বাড়ানোর উদ্দেশ্যে নয়া উদ্যোগ ভারতীয় রেলওয়ের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ ইউপিএ সরকারের আমলে প্রস্তাব নেওয়া হলেও তা কার্যকর হয়নি। এই পথেই হেঁটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি রেলের কর্তাদের সঙ্গে বৈঠক করে ভাড়া না বাড়িয়ে রেলের ব্র্যান্ডিংয়ের মাধ্যমে মিডিয়া সত্ত্ব বিক্রি করে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা নেন। আগামী সপ্তাহেই রেল বোর্ডে তা পাশ হয়ে যাওয়ার কথা।

এই মর্মে খুব শীগগিরই ডাকা হবে টেন্ডার। এই নীতির ফলে কোনো একটি কোম্পানি একটি নির্দিষ্ট ট্রেনের মিডিয়া সত্ত্ব পুরোপুরি ভাবে কিনে নিতে পারবে। যার ফলে সেই কোম্পানি ট্রেনের বাইরে ও ভেতরে ব্র্যান্ডিং এর জন্য নিজের বিজ্ঞাপন ব্যবহার করতে পারবে। প্রাথমিকভাবে রাজধানী ও শতাব্দীর মিডিয়া সত্ত্ব বিক্রি করার কথা ভাবা হচ্ছে। তবে ৫ রাজ্যের নির্বাচনের পরে এই সিদ্ধান্ত কার্যকর করার কথা ভাবা হচ্ছে।

এর মাধ্যমে কেন্দ্র ২০০০ কোটি টাকা আয়ের লক্ষ্যে রয়েছে। গত বছর ৮ কোটি টাকা আয়ের লক্ষ্যে চারটি ট্রেনের বাইরে ভিনাইল বিজ্ঞাপনের সত্ত্ব বিক্রি করেছিল ভারতীয় রেল।



from Uttarbanga Sambad http://ift.tt/2jv9B43

January 09, 2017 at 10:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top