নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লার সদর দক্ষিণের ৮টি ও লাকসাম উপজেলার একটিসহ ৯টি ইউনিয়ন নিয়ে ‘লালমাই’ নামে আরও একটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এটি হবে জেলার ১৭তম এবং দেশের ৪৯১তম উপজেলা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
জানা যায়, জেলার সদর দক্ষিণ উপজেলাকে বিভক্ত করে বাগমারা উত্তর, বাগমারা দক্ষিণ, ভুলইন উত্তর, ভুলইন দক্ষিণ, পেরুল উত্তর, পেরুল দক্ষিণ, বেলঘর উত্তর, বেলঘর দক্ষিণ ও লাকসাম উপজেলার বাকই উত্তর ইউনিয়ন নিয়ে নতুন এ উপজেলা গঠিত হতে যাচ্ছে। নতুন এ উপজেলার মোট জনসংখ্যা হবে ২ লাখ ১৯ হাজার ৩২ জন। এর দৈর্ঘ্য ১৪৭.০৩ বর্গ কি.মি.। উপজেলার জয়নগর এলাকায় হবে উপজেলা সদর।
এদিকে, নতুন এ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদনের খবরে সংশ্লিষ্ট ওই এলাকায় ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। হাটে বাজারে একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে এলাকার মানুষ।
অন্যদিকে, বিকেলে বাগমারা বাজারে উপজেলা আওয়ামী লীগ সাধরণ সম্পাদক আবু তাহের মজুমদার ও উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আয়াত উল্লার নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়।
এ ব্যাপারে সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার বলেন, ‘লালমাই’ নতুন উপজেলা গঠিত হলে এলাকার সার্বিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে অভিনন্দন জানান।
The post লালমাই উপজেলা অনুমোদনের খবরে কুমিল্লায় আনন্দ মিছিল appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2iVcCaN
January 09, 2017 at 10:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন