পাখতুন, ২৯ জানুয়ারি- খেলা নিয়ে ছোটদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে। সেটা ক্রিকেট হোক আর ফুটবল। কিছুক্ষণ বাদেই সেই ঝগড়া মিটে যায় আর সবাই বিবাদ ভুলে খেলায় মগ্ন হয়। কিন্তু এই ছোটদের ঝগড়া যদি বড়দের মাঝে সঞ্চারিত হয় তবে তা ভয়াবহ আকার ধারণ করে! যেমনটা ঘটল পাকিস্তানে। হিংসা প্রবণ এই দেশটির খাইবার পাখতুন প্রদেশের নওশেরা শহরের দাগ বেশুদ নামক এলাকায় শনিবার ঘটেছে এই ভয়াবহ ঘটনা। খেলা নিয়ে দুই দল বাচ্চার মধ্যে মারামারি লাগে। এরপর দুই পক্ষের অভিভাবকরা এসে খেলা বন্ধ করে দেন। বিষয়টি এ পর্যন্ত হলেই ঠিক ছিল। কিন্তু এখানেই সীমাবদ্ধ থাকল না ঘটনাটি। বাচ্চাদের ঝগড়া নিজেদের দিকে টেনে নিয়ে অভিভাবকরা মেতে উঠলেন ঝগড়ায়। ধীরে ধীরে ঝগড়া ভয়াবহ আকার ধারণ করল। শুরু হলো মারামারি। এক পর্যায়ে হাতাহাতির পরিবর্তে হাতে উঠে এল অস্ত্র! বিবাদ মাঠ থেকে ছড়িয়ে পড়ল পাড়ায়। প্রতিপক্ষের বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করল এক পক্ষ। এতে একই পরিবারের সহোদর দুই ভাই এবং অন্য বাড়ির একটি মেয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়। স্রেফ একটা খেলা নিয়ে এমন প্রাণহানির ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছে পাকিস্তান। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের বিচার দাবি করেছে এলাকাবাসী। আর/১০:১৪/২৯ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kgnhzA
January 30, 2017 at 03:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top