নিজস্ব প্রতিবেদক ● ভূমি সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম জাহিদুর রহমান মনোহরগঞ্জ উপজেলা থেকে বদলী হয়েছেন। গত বৃহস্পতিবার তিনি এ উপজেলা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। মনোহরগঞ্জ উপজেলার ভূমি প্রশাসনের সর্বোচ্চ এ কর্মকর্তার বদলীতে হতাশ হয়েছেন সাধারণ ভূমি সেবা গ্রহীতারা। তারা বলছেন, জাহিদুর রহমান ছিলেন একজন সৎ, যোগ্য, দক্ষ, অনন্য ও সফল এসিল্যান্ড। এক সময় ভূমি অফিসে সেবা নিতে গেলেই দালালদের খপ্পরে পড়ে ঘুষ দেওয়া, হয়রানির শিকার ও অতিরিক্ত টাকা গচ্চা যাওয়া ছিল সাধারণ নিয়ম। কিন্তু জাহিদুর রহমান যোগদানের পর এ ধারণা পাল্টে দিয়েছেন। বদলে দিয়েছেন ভূমিসেবা।
সম্প্রতি কুমিল্লা জেলা প্রশাসক জাহাংগীর আলম, মনোহরগঞ্জ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমানের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
জাহিদুর রহমান মনোহরগঞ্জ উপজেলায় যোগদানের পরে তার নিজেস্ব প্রচেষ্টায় ঢেলে সাজিয়েছেন উপজেলা ভূমি অফিস ও ভূমি সেবা। তিনি যোগদানের সঙ্গে সঙ্গে ভূমি সেবার নানা পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, নামজারী ও জমা খারিজের আবেদন গ্রহণের সাথে সাথে আবেদনকারীকে কেস নম্বর উল্লেখপূর্বক একটি রশিদ দেওয়া। রশিদের মধ্যে উল্লেখ্য থাকে শুনানি তারিখ কবে এবং হেলডেস্ক মোবাইল নম্বর। প্রতিটি আবেদন গ্রহনের সাথে সাথে একটি সুদৃশ্য ফাইল কভার সংযোজন করা। অফিসিয়াল পেইজবুক ও ওয়েবসাইট চালু করা। প্রতিটি কেইস শুনানী হবে কবে? সে তারিখ গুলো নোটিশ বোর্ডে টাঙ্গানো। ১২টি কলাম সম্বলিত কম্বাইড রেজিষ্ট্রার চালু করা যাতে করে খুব সহজে নথির গতিবিধি বের করা যায়। উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে প্রত্যেকটি ইউনিয়ন ভূমি অফিসে সিটিজেন চার্টার ও নামজারী নির্দেশিকা সরবরাহ করা। রেকর্ড রুমে মুভমেন্ট রেজিষ্ট্রার চালু করা। রেকর্ড রুম সংরক্ষণ ও বিন্যাস করণ। ফলে রেকর্ড যে কোন নথি থেকে ১মিনিটের ভিতরে খুঁজে বের করা যায়।
উপজেলার প্রতিটি খাস পুকুরে সাইনবোর্ড লাগানো হয়। এছাড়া নামজারী খতিয়ানের জালিয়াতি থেকে রক্ষা পেতে কম্পিউটার প্রিন্টেড “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার”এর জলছাপ যুক্ত খারিজ খতিয়ান সরবরাহ করা।
জাহিদুর রহমান জানান, আমি ভূমি ব্যবস্থাপনাকে এমনভাবে ঢেলে সাজানোর জন্য চেষ্টা করেছি যাতে করে সেবা গ্রহিতারা কোন ধরণের প্রতারণা ও হয়রানির শিকার না হন। রেকর্ড রুমের নথি গুলি এমনভাবে বিন্যাস করা হয়েছে যাতে করে এক মিনিটের ভিতরে যে কোন নথি খুঁজে বের করা যায়। আমি যা করেছি তা কেবল মাত্র সরকারের রুটিন ওয়ার্ক।
The post অনন্য এক এসিল্যান্ড মনোহরগঞ্জ থেকে বিদায় appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2js9nWS
January 29, 2017 at 09:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন