ঢাকা, ০৭ জানুয়ারি- আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের গুরুত্বপূর্ণ আসর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। ১৮তম জাতীয় ক্রিকেট লিগ শেষ হওয়ার পর গুরুত্বপূর্ণ এ লিগের আয়োজন করার উদ্দ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্ট কমিটি। লংগার ভার্সন ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ আসরটির পঞ্চম বারের মতো বসতে যাচ্ছে এবার। মূলত গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ড সিরিজের আগে বিসিএল আয়োজনের চেষ্টা করেছিল বিসিবি। কিন্তু ওই সময় একাধিক ফ্র্যাঞ্চাইজি আপত্তি তোলায় বিসিএল মাঠে গড়ায়নি। বিসিবির তত্ত্বাবধানে আয়োজিত লিগের গত চার আসর ধরে অংশ নিয়ে আসছে বিসিবি নর্থ জোন, ইসলামী ব্যাংক ইস্ট জোন, প্রাইম ব্যাংক সাউথ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন। ২০১৬ সারের মার্চে অনুষ্ঠিত হয়েছিল বিসিএলের চতুর্থ আসর। ওই আসরে শিরোপা ঘরে তুলেছিল ওয়ালটন সেন্ট্রাল জোন। প্রথম আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। দ্বিতীয় ও তৃতীয় আসরের শিরোপা জিতেছিল প্রাইম ব্যাংক সাউথ জোন। পঞ্চম আসরের শিরোপা কার ঘরে যাবে সেটা এবার দেখার পালা। আর/১৭:১৪/০৭ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2inno8K
January 08, 2017 at 12:44AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন