১৮ তম জাতীয় ক্রিকেট লীগে ঢাকা বিভাগীয় দল জয়

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার বাস্তবায়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর ব্যবস্থাপনায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ঢাকা বনাম বরিশাল বিভাগীয় দলের মধ্যকার চার দিনের ম্যাচের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং সিলেট ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) এর প্রেসিডেন্ট মাহী উদ্দিন আহম্মদ সেলিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপ সিলেটের এক্সিকিউটিভ সুজন কর্মকার, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য মোস্তফা ফরিদুল হাসান কোরেশী, সৈয়দ তাকরিমুল হাদী কাবী, ঢাকা বিভাগীয় দলের ম্যানেজার জনাব মোঃ আলী হোসেন, কোচ ওয়াহিদুল গনি, বরিশাল বিভাগীয় দলের ম্যানেজার মইনুজ্জামান, কোচ গোলাম ফারুক চৌধুরী, ম্যাচ কোডিনেটর তপন কুমার মালাকার, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাসসহ উভয় দলের খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন।
চার দিনের এ ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ঢাকা বিভাগীয় দলের খেলোয়াড় তাইবুর রহমান। তিনি ২৪২ রান ও ২ উইকেট লাভ করেন। চার দিনের ম্যাচে ঢাকা বিভাগীয় দল বিজয়ী হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2i3Imvm

January 07, 2017 at 06:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top