জমকালো আয়োজনে সিলেটে পর্দা উঠলো কাউন্সিলর আজাদ ফুটবল টুর্নামেন্টের

 

জমকালো আয়োজনে সিলেটে পর্দা উঠেছে দেশের সর্ববৃহৎ ফুটবলের আসর ২য় কাউন্সিলর আজাদ কাপ ফুটবল টুর্নামেন্টের। শুক্রবার সন্ধ্যায় টিলাগড় পয়েন্ট সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ.কে আব্দুল মোমেন।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টের প্রবর্তক ও সিলেট সিটি কর্পোরেশোনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে এবং জালালাবাদ ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহযোগী অধ্যাপক লাহিন উদ্দিন ও চ্যানেল এস’র সিলেট ব্যুরো প্রধান মঈনুদ্দিন মঞ্জুর পরিচালনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, মহিলা কাউন্সিলর শাহনারা বেগম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সমর উদ্দিন মানিক, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেটভিউ টোয়েন্টিফোড় ডটকম’র সম্পাদক ও প্রকাশক শাহ্ দিদার আলম নবেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল, স্পন্সর প্রতিষ্ঠান সাকের অটো ব্রিকস এর স্বত্বাধিকারী আতাউল্লাহ সাকের, টাওয়ার হ্যমলেটস লন্ডনের স্পীকার খালিক উদ্দিন আহমদ, টাওয়ার হ্যমলেটস লন্ডনের সাবেক স্পীকার আব্দুল মুকিত চুনু, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুজিবুর রহমান মানিক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার এ কে এম ফজলুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য এডভোকেট ফখরুল ইসলাম, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মুশফিক জায়গিরদার, সদস্য সুবেদুর রহমান মুন্না, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাই সাইকেল কসরত এবং মোরগের লড়াই অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মুরাদ রয়্যালস ও বেস্ট অব ফুড গ্যালারী। খেলায় টাইব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করে মুরাদ রয়্যালস। খেলা পরিচালনা করেন রেফারী আক্কাস উদ্দিন আক্কাই।

টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছে সাকের অটো ব্রিকস। অনলাইন মিডিয়া পার্টনার হয়েছে সিলেটের পাঠকপ্রিয় পোর্টাল সিলেটভিউ টোয়েন্টিফোর ডটকম। টুর্নামেন্টের আইটি পার্টনারের দায়িত্ব পালন করবে ইঞ্জিনিয়ারস আইটি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2i3L2JO

January 07, 2017 at 06:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top