বরুড়ায় জোরপূর্বক সরকারি খাল ভরাটের অভিযোগ

বিএম মহসিন ● বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের আদ্রা গ্রামের মৃত আলী আশ্রাফের পুত্র মো. সোলেমান হোসেন জোরপূর্বক সরকারি খাল ভরাট করে দখল করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, আদ্রা গ্রামের মো. সোলেমান হোসেন ২/৩ বছর পূর্বে রাস্তার পাশে নতুন বাড়ী নির্মাণ করে নামমাত্র একটু জায়গা রেখে বাকী জায়গা ভরাট করে ব্যক্তিগত রাস্তা তৈরি করে। ঐ সময় স্থানীয় এলাকাবাসী বাঁধা দিলে পরবর্তীতে আরও বড় করে পানি চলাচলের জায়গার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অদ্যাবধি পর্যন্ত দেয়নি। উল্টো গত রবিবার সরকারি খালের বেশির ভাগ অংশই মাটি ভরাট করতে থাকে। স্থানীয় বাসিন্দা আদ্রা গ্রামের নোমান হোসেন নামের একজন সরকারি খাল ভরাটের বিষয়ে বাঁধা দিলে তাকে সোলেমান গং তাকে মারধর করতে উদ্বুদ্ধ হয়। স্থানীয় বাসিন্দা ইলিয়াছ, শাহাদাত হোসেন, খোকন, কবির হোসেন জানান সোলেমান সরকারি খাল ভরাট করে দখল করে নিচ্ছে। এ বিষয়ে আমরা প্রতিবাদ করলে আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। স্থানীয় প্রশাসন বিষয়টি ঘটনাস্থলে এসে তদন্ত করে ব্যবস্থা নিলে আমরা উপকৃত হবো। এ দিকে গতকাল উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ভূমি সহকারি কর্মকর্তা, অফিসার ইনচার্জ সহ বিভিন্ন দপ্তরে ঘটনার বিষয়ে অভিযোগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা ভূমি সহকারি কর্মকর্তা এ.কে.এম সাইফুল ইসলাম জানান, সরকারি জায়গা কেহ ভরাট করার সুযোগ নেই। কেহ যদি করে থাকে শীঘ্রই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

The post বরুড়ায় জোরপূর্বক সরকারি খাল ভরাটের অভিযোগ appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2ithsPG

January 16, 2017 at 05:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top