চান্দিনা প্রতিনিধি ● ‘মানবতার সাথে চলা’ এই শ্লোগানকে সামনে রেখে চান্দিনায় বিনা পয়সায় হতদরিদ্রদের মাঝে চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগে নিয়েছে ফাতেমা-রহিম ফাউন্ডেশন নামে একটি সামাজিক প্রতিষ্ঠান।
সোমবার সকালে চান্দিনা পৌরসভার তুলাতলী মৌলভী বাড়ি এলাকায় এবি হিউম্যান কেয়ার নামে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
অষ্ট্রেলিয়ার কুইনসল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক ড. আজহারুল করিম এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান, পৌর কাউন্সিলর দুলাল মিয়া, সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন, এফআর ফাউন্ডেশনের পরিচালক রেজাউল করিম, সাংবাদিক রনবীর ঘোষ কিংকর, ফলজুল রহমান জামাল প্রমুখ।
উদ্বোধনের পর থেকে সপ্তাহের প্রতি সোমবার সকাল ৯টা থেকে বিনা পয়সায় এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করবে এবি হিউম্যান কেয়ার। তার সকল ব্যয়ভার বহন করবে ফাতেমা-রহিম ফাউন্ডেশন।
নূরুল ইসলাম এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট্য ব্যক্তিবর্গ আব্দুল লতিফ, সফিকুল ইসলাম, ফজলুল করিম, অদুদ মিয়ার, জসিম উদ্দিন, তাজুল ইসলাম প্রমুখ।
The post চান্দিনায় বিনা পয়সায় স্বাস্থ্য সেবার উদ্বোধন appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2jg40f0
January 16, 2017 at 06:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন