ফোন করে মোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ ট্রাম্পের

modidভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‌ মার্কিন প্রেসিডেন্ট পদে বসার ৪ দিনের মাথায় মোদিকে ফোন করলেন ট্রাম্প।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরে গত চার দিনে ট্রাম্প তার দুই প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো ছাড়া ফোনে কথা বলেছেন ইসরাইল ও মিসরের রাষ্ট্রপ্রধানের সঙ্গে। ৫ম দেশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেন ট্রাম্প।
হোয়াইট হাউস সূত্রে প্রকাশিত ট্রাম্প মোদি কথোপকথনের লিখিত রূপে ট্রাম্প বলেছেন, ভারত পৃথিবীর শক্তিশালী দেশগুলির মধ্যে অন্যতম। দীর্ঘদিন ধরেই আমেরিকার প্রকৃত বন্ধু হিসেবে নিজেকে প্রমাণ করে এসেছে এই দেশ। আগামী দিনেও সেই সম্পর্ক আরো দৃঢ় করার চেষ্টা করা হবে। সারা পৃথিবী জুড়ে একাধিক ‘‌চ্যালেঞ্জ’‌ মোকাবিলায় ভারত ও আমেরিকা পাশাপাশি কাজ করবে।
আমেরিকার উন্নতিতে ভারতীয়রা এতদিন যেভাবে অংশ নিয়েছেন, তাকেও সাধুবাদ জানিয়েছেন ট্রাম্প। শুধু ট্রাম্প নন, মোদিও অনেক দিন আগেই বুঝিয়ে দিয়েছিলেন আমেরিকার সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে চান তিনি। নভেম্বরে ভোটে জেতার পর বা শপথ গ্রহণ অনুষ্ঠানের তাই মনে করে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন তিনিও।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2j2WUOh

January 25, 2017 at 08:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top